সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

পাংশায় পাগলা কুকুরের কামড়ে আহত ১৫

রাজবাড়ী প্রতিনিধি 

পাংশায় পাগলা কুকুরের কামড়ে আহত ১৫

রাজবাড়ীর পাংশায় পাগলা কুকুরের কামড়ে মহিলা ও শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতরা পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। 

সোমবার (২ ডিসেম্বর) উপজেলার বাবুপাড়া সুজানগর ও শরিষা ইউনিয়নের রূপিয়াট এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন- মুকুল মিয়া, মো. কাশেম আলী, সুজন, মারিয়া ও ফামিদা।

আহতরা জানান, হঠাৎ করে একটা পাগলা কুকুর মানুষ দেখলেই কামড়াতে শুরু করে। কুকুরের কামড় থেকে বাঁচতে অনেকেই বাসা বাড়িতে গিয়ে আশ্রয় নেন এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছে। 

পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. কুতুব উদ্দিন জানান, কুকুরের কামড়ে আক্রান্ত ৭ জন রোগীকে এখন পর্যন্ত আমরা চিকিৎসা দিয়েছি। এবং যারা আহত হয়েছেন তাদের হাসপাতালে এসে চিকিৎসা নিতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাদের ভ্যাকসিন নিতে হবে।

টিএইচ