শনিবার, ০১ মার্চ, ২০২৫
ঢাকা শনিবার, ০১ মার্চ, ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১
The Daily Post

পাংশায় পাগলা কুকুরের কামড়ে আহত ১৫

রাজবাড়ী প্রতিনিধি 

পাংশায় পাগলা কুকুরের কামড়ে আহত ১৫

রাজবাড়ীর পাংশায় পাগলা কুকুরের কামড়ে মহিলা ও শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতরা পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। 

সোমবার (২ ডিসেম্বর) উপজেলার বাবুপাড়া সুজানগর ও শরিষা ইউনিয়নের রূপিয়াট এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন- মুকুল মিয়া, মো. কাশেম আলী, সুজন, মারিয়া ও ফামিদা।

আহতরা জানান, হঠাৎ করে একটা পাগলা কুকুর মানুষ দেখলেই কামড়াতে শুরু করে। কুকুরের কামড় থেকে বাঁচতে অনেকেই বাসা বাড়িতে গিয়ে আশ্রয় নেন এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছে। 

পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. কুতুব উদ্দিন জানান, কুকুরের কামড়ে আক্রান্ত ৭ জন রোগীকে এখন পর্যন্ত আমরা চিকিৎসা দিয়েছি। এবং যারা আহত হয়েছেন তাদের হাসপাতালে এসে চিকিৎসা নিতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাদের ভ্যাকসিন নিতে হবে।

টিএইচ