বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

পাংশায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি 

পাংশায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নে রোববার (১৯ মার্চ) দাদার সঙ্গে চা খেতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আবদুল্লাহ (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত আব্দুল্লাহ ইউনিয়নের বউবাজার এলাকার সৌদিপ্রবাসী সেলিম শেখের ছেলে।

নিহত আব্দুল্লাহর দাদা মো. আলী শেখ জানান, প্রতিদিনের ন্যায় নাতিকে নিয়ে বাড়ির নিকটতম বউ বাজারে শাহাদুলের চায়ের দোকানে চা খেতে যাই। চা বানানো ইলেট্রিক হিটার জগ থেকে টেবিলের উপর রাখা ইস্টিলের ট্রেরের সাথে হাত লেগে বিদ্যুৎপৃষ্ট হয়ে মাটিতে পরে যায় আব্দুল্লাহ। এ সময় তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক আবদুল্লাহকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে পাংশা মডেল থানার এসআই মো. মাহবুব হোসেন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায়, ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের উপস্থিততে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

টিএইচ