বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

পাংশায় স্কুলছাত্রের আত্মহত্যা

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি 

পাংশায় স্কুলছাত্রের আত্মহত্যা

রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের পালের ডাঙ্গী গ্রামে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া কাইদ আলী মণ্ডল (১২) নামের এক শিক্ষার্থী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। গত রোববার রাতে ওই শিক্ষার্থী থাকার ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

নিহত শিক্ষার্থী কাইদ আলী মণ্ডল একই গ্রামের আকোদ আলী মণ্ডলের ছেলে এবং সাজুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

কাইদের প্রতিবেশী ইউপি সদস্য জাহাঙ্গীর বলেন, কাইদ স্কুল থেকে বাড়ি ফিরে ভ্যান নিয়ে বাইরে যায়। ভ্যান চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে ভ্যানের সামনের অংশ ভেঙে যায়। বাড়িতে আসলে কাইদের মা বকাঝকা করে। 

রাতে সবাই যখন ঘরের বাইরে বসে আছে তখন কাইদ তাদের থাকার ঘরের আড়ার সঙ্গে তার মায়ের ওড়না দিয়ে গলায় ফাঁস নেয়। পরে তার বাবা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাংশা মডেল থানার এসআই আল মামুন বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে পাংশা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

টিএইচ