বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

পাইকগাছায় ভিজিডির চাল জব্দে তদন্ত কমিটি

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় ভিজিডির চাল জব্দে তদন্ত কমিটি

খুলনার পাইকগাছায় ভিজিডির সাত বস্তা চাল ইউনিয়ন পরিষদের গুদাম থেকে পাচারের সময় জব্দ করেছেন স্থানীয়রা। উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে পুলিশ জব্দকৃত ভ্যানসহ চাল ও ভ্যানচালককে থানায় নেয়া হলেও এখন পর্যন্ত কোন মামলা হয়নি। এ নিয়ে এলাকায় চলছে নানা আলোচনা-সমালোচনা। 

উপজেলার রাড়ুলি ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, ভিজিডির ৬২০ বস্তা চাল পরিষদের গুদামে সংরক্ষিত আছে। যা ৩১০ ব্যক্তি দুই মাসে ২ বস্তা করে চাল পাবেন। মঙ্গরবার (১৩ জুন) থেকে এ চাল দেয়ার কথা ছিল। চাল পাচারের ব্যাপারে ইউপি সদস্য সাইফুল জানান, ‘আমি এ ব্যাপারে কিছুই জানি না। 

স্থানীয় দু'জন জনপ্রতিনিধির চাল না হলে এ চাল আসলো কোথার থেকে? বা যাচ্ছিল কোথায়? এভাবে পাচার হতে থাকলে প্রধানমন্ত্রীর উপহার গরীব অসহায়দের মাঝে আদৌ পৌঁছাবে না। 

স্থানীয় বাসিন্দা আব্দুল হাকিম গোলদার জানান, আমি নিজেই গত রোববার সকালে ভ্যানসহ ২১০ কেজি চাল জব্দ করি। পরে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করি। ওসি মো. রফিকুল ইসলাম বলেন, মালিকবিহীন আমরা জব্দ করেছি। সরকারি দপ্তর থেকে এজহার বা কোন বিষয় নিয়ে আসে নাই। গরিব ভ্যান চালককে আপাতত মুচলেকা দিয়ে ছাড়া হয়েছে।

 উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন, চাল পাচারের সংবাদ পাওয়া মাত্রই নির্দেশনা মোতাবেক পুলিশ চাল জব্দ করেছে। চালের তথ্য অনুসন্ধানে ৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে। 

টিএইচ