শনিবার, ০১ মার্চ, ২০২৫
ঢাকা শনিবার, ০১ মার্চ, ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১
The Daily Post

পাইকগাছায় হরিণের মাংসসহ বিক্রেতা আটক

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি 

পাইকগাছায় হরিণের মাংসসহ বিক্রেতা আটক

খুলনার পাইকগাছায় হরিনের মাংসসহ এনামুল খাঁ (৩৫ ) নামে এক বিক্রেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে। সে উপজেলার সোলাদানা ইউনিয়নের বয়ারঝাপা গ্রামের রুস্তম আলী খাঁর ছেলে। গত সোমবার রাতে সোলাদানা বাজার এলাকা থেকে ৩ কেজি হরিণের মাংসসহ গোপন সংবাদে পুলিশ তাকে গ্রেপ্তার করে। 

পুলিশ জানায়, উপজেলার সোলাদানা ইউনিয়নে সোলাদানা বাজারে হরিণের মাংস বিক্রি হচ্ছে এ সংবাদ পেয়ে পুলিশ সেখানে যায়। এ সময় ৩ কেজি হরিণের মাংসসহ এনামুল খাঁকে আটক করে। 

পাইকগাছা থানার ওসি মো. ওবাইদুর রহমান জানান, হরিণের মাংসসহ আটক ব্যক্তির নামে থানায় মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

টিএইচ