সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

পাকুন্দিয়ায় চেয়ারম্যান প্রার্থী জুটনকে কারণ দর্শানোর নোটিশ

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

পাকুন্দিয়ায় চেয়ারম্যান প্রার্থী জুটনকে কারণ দর্শানোর নোটিশ

নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাকুন্দিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক জুটনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে রিটার্নিং কর্মকর্তা। গত শনিবার রাতে তাকে কারণ দর্শানোর নোটিশ জারি করে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোরশেদ আলম।

নোটিশে বলা হয়, এমদাদুল হক জুটন নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে মিছিল, শোডাউন, মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। 

যা নির্বাচন আচরণ বিধির সুস্পষ্ট লঙ্ঘন। লঙ্ঘনের অপরাধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে সুস্পষ্ট ব্যাখ্যা প্রদানের জন্য বলা হয়েছে। 

মোহাম্মদ মোরশেদ আলম বলেন, নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর আমার দৃষ্টিগোচর হয়েছে। আমি কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। নোটিশের জবাবের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। 

টিএইচ