শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাট প্রতিনিধি

পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আবুল কালাম (২৪) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে।

শুক্রবার (২৬ এপ্রিল) ভোরে পাটগ্রাম সীমান্তের ৮৪৮ নাম্বার পিলারে ৯ নম্বর সাব পিলার এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে গত এক মাসে লালমনিরহাট সীমান্তে বিএসএফ গুলিতে তিন বাংলাদেশি নিহতের ঘটনা ঘটলো।

নিহত আবুল কালাম পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ঝলঙ্গি পকেট এলাকার অপির উদ্দিনের ছেলে।

জানা গেছে, পাটগ্রাম সীমান্তের ৮৪৮ নাম্বার মেইন পিলারের ৯ নম্বর সাবপিলার এলাকা দিয়ে ভারতীয় সীমানার ঝলঙ্গি পকেট পাড়ায় চোরাচালানের উদ্দেশ্য যায় একদল বাংলাদেশি। এসময় ভারতীয় সীমানায় দায়িত্বরত ১৬৯ ডুরাডাবড়ী বিএসএফ ক্যাম্পের দহল দল তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে আবুল কালাম নামের একজন গুরুতর আহত হয়। পরে সহযোগীরা চিকিৎসার জন্য পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে তিনি মারা যান।

পাটগ্রাম থানার ওসি আবু সাঈদ চৌধুরী বলেন, শ্রীরামপুরের ঝালাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশ মারা গেছেন। মরদেহ লালমনিরহাট হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

টিএইচ