সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

পানি নিষ্কাশনের অভাবে আটঘরিয়ায় তিন হাজার একর জমির ফসল পানির নিচে

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি

পানি নিষ্কাশনের অভাবে আটঘরিয়ায় তিন হাজার একর জমির ফসল পানির নিচে

পানি নিষ্কাশনের অভাবে আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের ৪/৫ বিলে বর্ষণের পানিতে জলাবদ্ধতার কারণে প্রায় আড়াই থেকে তিন হাজার একর জমির ফসল পানিতে তলিয়ে থাকায় প্রতিবছর শতশত কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। 

তাদের অভিযোগ, প্রভাবশালী ব্যক্তিরা সারুটিয়া বয়রা বিলের পুরাতন সরকারি কাটাজোলা (ড্রেন) ভরাট করায় এই সংকটের সৃষ্টি হয়েছে, এ জলাবদ্ধতা তাদের পেটের আহার কেড়ে নিচ্ছে।

কৃষকদের অভিযোগ, গত ৩/৪ বছর যাবৎ আমরা এ ক্ষতির সম্মুখীন হচ্ছি। অভিযোগকারীরা আরও জানায়, সারুটিয়া বয়রার বিল, মটর বিল, দিয়ার পাড়া মাঝবিল, শ্যামপুর বিল এবং হাতিগাড়া বিল পর্যন্ত প্রায় আড়াই থেকে তিন হাজার একর জমির ধান পানির নিচে তলিয়ে থাকে। কিন্তু সারুটিয়া বয়রার বিলের পুরাতন সরকারি কাটাজুলা বা ড্রেন ভরাট করায় কৃষকদের ভাতে মারা হচ্ছে। 

এ ব্যপারে ইদ্রিস আলী নামে এক ব্যক্তি জানায়, উপজেলা কৃষি অফিসার এ ব্যাপারে পদক্ষেপ নিচ্ছেন না কেন? মুনতাহির নামে অপর এজনের বক্তব্য, ২০০৪-২০০৫ সালে বিএডিসিতে অভিযোগ করে পল্লী উন্নয়ন বোর্ডের ডিপ টিউবয়েলের পানি দিয়ে তারা আবাদ করবে না বলে তারা ওই কাটাজোলা (ড্রেন) বন্ধ করে দেয়। 

এই জলাবদ্ধতার কারণে ওই ৪/৫টি বিলের মাথায় সারুটিয়া বয়রা বিলে প্রায় ৫০০ জমির ধান বর্তমানে পানির নিচে ডুবে চারা পচে নষ্ট হওয়ার উপক্রম। কৃষকদের দাবি জলাবদ্ধতা দূর হলে তাদের দুঃখ দূর হবে। 

টিএইচ