পাট নিয়ে বিপাকে পড়েছে আটঘরিয়ার কৃষকরা। পাটকাটা মওসুম শুরু হলেও পানির অভাবে পাট জাগ দিতে পারছে না চাষীরা। ফলে পাটের উৎপাদন ভাল হলেও এবং ফলন আশানুরুপ হওয়ার সম্ভবনা থাকলেও বৃষ্টির অভাবে খাল বিল নদীতে পানির অভাবে পাট চাষীরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
এ বছর আটঘরিয়াতে উন্নত জাতের প্রায় ১৫শ একর জমিতে পাট চাষ করা হলেও পাটের বাড়ন্ত উচ্চ ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। কিন্তু মওসুমের শুরু থেকেই খাল বিল নদীতে পর্যাপ্ত পানি না থাকায় পাট জাগ দেয়া নিয়ে কৃষকরা দুশ্চিন্তায় পড়েছে।
এখন পর্যন্ত বড় ধরনের কোন বৃষ্টিপাত না হওয়ায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও নামমাত্র পানি থাকলেও তাতে পাট জাগ দেয়া সম্ভব হচ্ছে না।
টিএইচ