বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১
The Daily Post

পাবনা মানসিক হাসপাতালে দুই দালালের কারাদণ্ড

পাবনা প্রতিনিধি

পাবনা মানসিক হাসপাতালে দুই দালালের কারাদণ্ড

পাবনা মানসিক হাসপাতালে জেলা এনএসআই পাবনার তথ্য ও সার্বিক তত্ত্বাবধানে দালাল চক্রের দুই সদস্যকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও আর্থিক জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ) জেলা এনএসআই, পাবনা কার্যালয়ের গোপন তথ্য ও সার্বিক তত্ত্বাবধানের ভিত্তিতে পাবনা মানসিক হাসপাতালে নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী আল মাহমুদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দালাল চক্রের ২ সদস্যকে ১৫ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা করে আর্থিক জরিমানা করা হয়। অনাদায়ে আরও ৩ দিন কারাভোগের বিষয় বলা হয়।

দালাল চক্রের সদস্যরা দেশের বিভিন্ন এলাকা থেকে আসা রোগীদের ও তাদের স্বজনদের হয়রানি এবং অতিরিক্ত অর্থ আদায় করে আসছিল। তাছাড়া, মানসিক হাসপাতালের নাম ও সিল ব্যবহার করে বিভিন্নভাবে প্রতারণার সঙ্গে জড়িত।

অভিযুক্তরা হলেন-মো. মামুন হোসেন, পিতা- মৃত আকাশ প্রামানিক, গ্রাম- কেসমত প্রতাপপুর। মো. মাহিদুল ইসলাম কালু, পিতা- মোফাজ্জল হোসেন. গ্রাম- হেমায়েতপুর, পাবনা সদর।

সোমবার (১৭ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান করে দালালদের অবস্থান নিশ্চিত হয়ে উপ-পরিচালক, এনএসআই পাবনার পক্ষ থেকে বিষয়টি জেলা প্রশাসককে অবগত করা হলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্ব পাবনা সদর থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনায় অংশ নেয়।

তারা বলেন, পাবনা মানসিক হাসপাতালে সমপ্রতি দালালদের উপদ্রব বেড়ে গেছে। অভিযানের মাধ্যমে ওই হাসপাতালে দালালদের মধ্যে ভীতির সঞ্চার হয়েছে এবং দূর-দূরান্ত থেকে আসা রোগী এবং তাদের স্বজনদের মাঝে কিছুটা স্বস্তি দেখা গেছে।

টিএইচ