সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

পাবনার ৫ ডাকঘরের উন্নয়ন কাজ সম্পন্ন

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ৫ ডাকঘরের উন্নয়ন কাজ সম্পন্ন

ডাকঘরগুলোকে গতিশীল করতে ডাক বিভাগ ৩ কোটি ৩১ লাখ ৫৯ হাজার ৬শ টাকা ব্যয়ে পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর প্রধান ডাকঘর সম্প্রসারণ ও মেরামতসহ এবং সংস্কার প্রকল্পের আওতায় পাবনার অপর ৪ উপজেলার প্রধান ডাকঘর উন্নয়ন কাজ দেরিতে হলেও সম্পন্ন হয়েছে।

জানা যায়, পাবনার বেড়া, সাঁথিয়া ডাকঘর পুনর্নির্মাণ এবং বনওরিনগর, দেবোত্তর ও বড়াল উপজেলা ডাকঘর সম্প্রসারণ ও মেরামত প্রকল্পে ৩ কোটি ৩১ লাখ ৫৯ হাজার ৬শ টাকার কাজ ঠিকাদারী প্রতিষ্ঠান ঢাকার আতাউর রহমান খান লি. কে ৬ মাসের মধ্যে কাজ শেষ করার জন্য ২০২১ সালের ১০ অক্টোবর কার্যাদেশ দেয়া হয়। অবশ্য কাজ শুরুর তারিখ ২০২২ সালের ৩ ফেব্রুয়ারি দিলেও অনেক বিলম্বে প্রায় ২ বছর সময় লাগে কাজ শেষ করতে।

আটঘরিয়া উপজেলা দেবোত্তর প্রধান ডাকঘরের সম্প্রসারণ ও মেরামত কাজ দীর্ঘায়িত হওয়ায় জনসাধারণ ও ডাকঘর কর্মচারীদের সাময়িক অসুবিধা হলেও এখন তারা স্বাচ্ছন্দে জনগণকে সেবা দিতে পারছে। 

টিএইচ