বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

পাবনায় গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দিতে মানববন্ধন

পাবনা প্রতিনিধি

পাবনায় গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দিতে মানববন্ধন

পাবনায় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অধিকারের উদ্যোগে দেশে গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দেয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ আগস্ট) পাবনা প্রেস ক্লাবের সামনে আব্দুল হামিদ রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

ঘণ্টাব্যাপী চলা মানবন্ধনে অধিকার কর্মী, ছাত্র, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, কথিত আয়না ঘরে দেশের অনেক মানুষ বছরের পর বছর অন্যায়ভাবে গুমের শিকার হয়েছেন। তাদের পরিবার-পরিজন শঙ্কা নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। 

অনতিবিলম্বে এসব গুম হওয়া ব্যক্তিদের তাদের পরিবার ও স্বজনদের কাছে ফিরিয়ে দেয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানান তারা। সেই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ সকল মানবাধিকার লঙ্ঘনের দ্রুত বিচারেরও দাবিও জানান বক্তারা।

এ সময় বক্তব্য দেন সাংবাদিক আখতারুজ্জামান আখতার, নরেশ মধু, মাহফুজ আলম, প্রফেসর নুরুল আলম বাচ্চু, অধিকারের পাবনা জেলা সমন্বয়ক সাংবাদিক আবুল কালাম আজাদ। 

উপস্থিত ছিলেন সাংবাদিক আরিফ আহমেদ সিদ্দিকী, প্রবীর সাহা, সুশান্ত কুমার সরকার, সহকারী অধ্যাপক আবু সাঈদ, ড. আলমগীর হোসেন, রেজাউল করিম মুরাদ, শামসুন্নাহার বর্ণা, জেসমিন আক্তার, ফরহাদ হোসেন, আব্দুল মতিন, অধিকার কর্মী বিষ্ণু পদ হোড় সফিক ইসলাম প্রমুখ।

টিএইচ