বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১
The Daily Post

পাবনায় দুই বোমাসহ ২৪ ককটেল উদ্ধার

পাবনা প্রতিনিধি

পাবনায় দুই বোমাসহ ২৪ ককটেল উদ্ধার

পাবনার জালালপুরের একটি বাড়ি থেকে ২৪টি তাজা ককটেল ও দুটি বোমা উদ্ধার করেছে র্যাব। গত বুধবার বিকেল থেকে রাত ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাবনা র্যাবের অভিযানিক দল ও সদর থানা পুলিশের একটি টিম অংশ নেয়।

পাবনা র্যাব-১২ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইলিয়াস খান বলেন, দক্ষিণ মাছিমপুর গ্রামে আব্দুস সালাম মেম্বারের বাড়িতে অভিযান চালিয়ে ২৪ ককটেল ও দুটি স্মোক বোমা উদ্ধার করা হয়। এ অভিযানে কাউকে আটক করা হয়নি।

ইলিয়াস খান বলেন, ঘটনাস্থলে রাজশাহী থেকে বোম ডিসপোজালের একটি ইউনিট আসার পরে চারটি লাল বালতি থেকে ২৪টি বোম ও দুটি স্মোক বোমা উদ্ধার করা হয়।

স্থানীয় আরিফুল ইসলাম নামের এক যুবক বলেন, গত ৫ আগস্ট আ.লীগ সরকার পতনের পর থেকে বাড়ির মালিক আব্দুস সালাম মেম্বার পলাতক রয়েছেন।

টিএইচ