পাবনার সাঁথিয়া উপজেলায় সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে নসিমনের সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন। এঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের অবস্থাও গুরুতর।
শুক্রবার (১৪ মার্চ) উপজেলার সাথিয়া-পাবনা আঞ্চলিক সড়কের নন্দনপুরের হাটবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- পাবনা সদর উপজেলার শ্রীপুরের ফৈজুড়ী এলাকার মো. জামিলের ছেলে মো. আজিজুল এবং আজিজুলের ছেলে আবু হুরাইরা।
সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান বলেন, সিএনজিচালিত অটোরিকশাটি সাঁথিয়া থেকে পাবনার দিকে যাচ্ছিল আর নসিমন বিপরীত দিক থেকে সাঁথিয়ার দিকে যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে নসিমন-অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষে হয়।
এতে অটোরিকশার ৫ যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন এবং আহতদের চিকিৎসা চলছে।
টিএইচ