রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

পাম্প নষ্ট : ৬ দিন ধরে পানি নেই হাসপাতালে দুর্ভোগে রোগীরা

ফেনী প্রতিনিধি

পাম্প নষ্ট : ৬ দিন ধরে পানি নেই হাসপাতালে দুর্ভোগে রোগীরা

ফেনীতে গত ৬ দিন ধরে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পানি সরবরাহ বন্ধ রয়েছে। ফলে ৫০ শয্যাবিশিষ্ট এ হাসপাতালটিতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগীসহ চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের।

হাসপাতাল সূত্রে জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণে হাসপাতালে পানি ওঠানোর একমাত্র পাম্পটি গত ৬ দিন ধরে বিকল। গত মঙ্গলবার স্বাস্থ্য কমপ্লেক্সেটিতে গিয়ে দেখা যায়, হাসপাতালের পুরুষ-মহিলা ওয়ার্ডের ট্যাপ থেকে পানি পড়ছে না। রোগী ও তাদের স্বজনরা বাইরের দোকান, পুকুর ও টিউবওয়েলের পানি আনতে ব্যস্ত।

পানি সংকটে শৌচাগারে পানি ব্যবহার কম হওয়ায় চারদিকে ছড়াচ্ছে দুর্গন্ধ। সব মিলিয়ে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা।
জ্বরে আক্রান্ত হয়ে গত শনিবার দুপুরে সেখানে ভর্তি হন চরচান্দিয়া ইউনিয়নের নদীভাঙন এলাকার আকবর হোসেন (৩৭)। তিনি বলেন, এখানে চিকিৎসার জন্য আসার পর থেকে টয়লেটের ট্যাপে পানি নেই। পানি সরবরাহ বন্ধ থাকায় অনেক রোগী হাসপাতাল ছেড়ে চলে গেছেন।

এছাড়া চিকিৎসা নিতে আসা উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সুজাপুর গ্রামের রোগী আকলিমা বেগম (২৮) বলেন, আমাদের পানি না হলে চলে না। পানির অভাবে খুব কষ্ট হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. উৎপল দাস জানান, গত ৬দিন ধরে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে পানি নেই। পানির পাম্প নষ্ট হয়ে যাওয়ার কারণে এ সমস্যা তৈরি হয়েছে।

সেটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার চিঠি দিয়ে জানানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, স্বাস্থ্য প্রকৌশল বিভাগের ইঞ্জিনিয়ার দুইবার এলেও পাম্প ঠিক হয়নি। বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে। আশা করছি, আজ-কালের মধ্যে পানির সমস্যা সমাধান হয়ে যাবে।

উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান বলেন, হাসপাতালের পানির সমস্যার বিষয়টি আমি জানতাম না। স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে কথা বলে দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন বলেন, এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে কথা রয়েছে। বিষয়টি দ্রুত সমাধান হবে।

টিএইচ