বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
The Daily Post

পার্বত্য চুক্তি পুনর্মূল্যায়ন দাবিতে রাঙামাটিতে সাংবাদিক সম্মেলন

রাঙামাটি প্রতিনিধি

পার্বত্য চুক্তি পুনর্মূল্যায়ন দাবিতে রাঙামাটিতে সাংবাদিক সম্মেলন

সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বৈষম্যমূলক কতিপয় ধারা বাতিলপূর্বক পার্বত্য চট্টগ্রাম চুক্তি পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। 

সোমবার (২ ডিসেম্বর) রাঙামাটি শহরে স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন থেকে এ দাবি জানানো হয়। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙামাটি জেলা কমিটি আয়োজিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি শাব্বির আহমেদ। 

তিনি বলেন, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সরকার ও জনসংহতি সমিতির (জেএসএস) সঙ্গে  পার্বত্য চুক্তি স্বাক্ষর হয়েছিলো। মানুষের প্রত্যাশা ছিল শান্তিতে বসবাস করবে। তবে পার্বত্যাঞ্চলে চারটি সশস্ত্র সংগঠনের চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। 

এতে আরও বলা হয় শান্তি চুক্তি সম্পাদনের সময় বাঙালি জনগোষ্ঠীর জাতিসত্তাকে অস্বীকার করে তাদের ‘অ-উপজাতি আখ্যা দিয়ে দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করেছে। শুধু তাই নয় চুক্তির ক খণ্ডের ১নং ধারায় ‘উভয়পক্ষ পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে উপজাতি অধ্যুষিত অঞ্চল হিসেবে স্বীকৃতি দিয়ে পার্বত্য চট্টগ্রামের প্রায় অর্ধেক জনগোষ্ঠী বাঙালির অস্তিত্বকে অস্বীকার করা হয়েছে।

এ সময় বক্তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে পার্বত্য চট্টগ্রাম চুক্তির বাংলাদেশের পবিত্র সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বৈষম্যমূলক ধারাগুলো সংশোধন করে পাহাড়ের উপজাতি-বাঙালির মধ্যে বৈষম্য দূর করে সমতা আনয়ন পূর্বক চুক্তির পূনঃমূল্যায়ন এবং পাহাড়ের অবৈধ অস্ত্র উদ্ধার ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য প্রত্যাহারকৃত নিরাপত্তাবাহিনীর ক্যাম্প পূনঃস্থাপনের জোর দাবি জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বকর ছিদ্দিক, রাঙামাটি পৌর কমিটির সভাপতি ডা. মুহাম্মদ ইব্রাহিম ও পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাড. নুর হোসেন।

টিএইচ