বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

পার্বত্য চুক্তি স্বাক্ষরের বর্ষপূর্তিতে মাটিরাঙ্গা জোনের মানবিক সহায়তা প্রদান

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্য চুক্তি স্বাক্ষরের বর্ষপূর্তিতে মাটিরাঙ্গা জোনের মানবিক সহায়তা প্রদান

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের উদ্যোগে পার্বত্য চুক্তি স্বাক্ষরের ২৭তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে বিশেষ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। 

সোমবার (২ ডিসেম্বর) মাটিরাঙ্গা জোন কর্তৃক কন্যা দায়গ্রস্ত মাতাকে কন্যার ভর্তির ফরম ফিলাপ করার জন্য ৫ হাজার টাকা আর্থিক সহায়তা, কবুতরছড়া জামে মসজিদে ৫ বান ঢেউটিন, মাটিরাঙ্গা থিয়েটারে ১টি হারমোনিয়াম, ১টি জিপসিপ, ১টি বুক সেলফ, জুন-ডিসেম্বরের মধ্যবর্তী পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ ও থিয়েটারের এরিয়া স্থাপন এবং অসহায় হতদরিদ্র শীতার্তদের মধ্যে ১০০টি কম্বল বিতরণ করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো.কামরুল হাসান পিএসসি।

এছাড়াও, পার্বত্য শান্তি চুক্তি দিবস উপলক্ষ্যে রিজিয়ন একাদশ ও মানিকছড়ি একাদশের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ উপলক্ষ্যে মাটিরাঙ্গা জোন কর্তৃক ৩৫ হাজার টাকা খরচ করা হয়। এছাড়াও, মাটিরাঙ্গা জোনের তত্ত্বাবধানে মাটিরাঙ্গা জোনের আওতাধীন বাইল্যাছড়ি স্কুলপাড়া, গুইমারা ইউনিয়ন, গুইমারা উপজেলা এলাকায় স্থানীয় জনসাধারণের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। 

ওই চিকিৎসাসেবা কর্মসূচিতে গুইমারা সিএমএইচের মেডিসিন বিশেষজ্ঞ ক্যাপ্টেন সুমাইয়া রহমান, এএমসি এবং মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক রুপন, পাহাড়ি ও বাঙালিদের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং ওষুধ প্রদান করেন। কর্মসূচিতে মোট ৩৫৪ জন পাহাড়ি উপজাতি নারী ও পুরুষ এবং ২৭০ জন বাঙালি নারী ও পুরুষসহ সর্বমোট ৬২৪ জনকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়। 

বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম পরিদর্শন ও সেবা গ্রহণকারীদের সাথে কুশল বিনিময় করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল হাসান পিএসসি।

এছাড়াও মাটিরাঙ্গা জোনের তত্ত্ববধানে গুইমারা রিজিয়নের পৃস্টপোষকতায় পার্বত্য শান্তি চুক্তি দিবস উপলক্ষ্যে রিজিয়ন একাদশ ও মানিকছড়ি একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম, এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, কমান্ডার, ২৪ আর্টিলারি ব্রিগেড ও রিজিয়ন কমান্ডার, গুইমারা রিজিয়ন এবং গুইমারা রিজিয়নের সকল জোন কমান্ডার।

অত্র জোনের দায়িত্বপূর্ণ এলাকার জনসাধারণের মধ্যে মাটিরাঙ্গা জোন কর্তৃক এরকম মানবেতর কার্যক্রম ইতিবাচক সাড়া ফেলে। মানবিক সহায়তা প্রদান কর্মসূচি শেষে প্রধান অতিথি সকলের উদ্দেশ্যে বলেন আমাদের এই অঞ্চলের পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান ও সু-সসম্পর্ক বিদ্যমান রয়েছে। যা সত্যিই প্রশংসার দাবিদার। আপনারা এই সুসম্পর্ক বজায় রাখবেন এটাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে। 

টিএইচ