রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১
The Daily Post

‘পার্বত্য জেলা পরিষদের সদস্যদের সেবার মনোভাব থাকতে হবে’

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

‘পার্বত্য জেলা পরিষদের সদস্যদের সেবার মনোভাব থাকতে হবে’

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের উদ্দেশে বলেছেন, আপনাদের মধ্যে ভালো বোঝাপড়া করে এলাকার উন্নয়নে কাজ করতে হবে।

আপনাদের এই ১৫ জনের মধ্যে খাগড়াছড়ির মানুষদের সেবা প্রদান ও সুষ্ঠুভাবে প্রশাসন চালানোর মানসিকতা থাকতে হবে। উপদেষ্টা বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা অব্যবস্থাপনা বরদাস্ত করা হবে না।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান, সদস্য ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা এবং জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-বালিকা (অনূর্ধ্ব  ১৭) ২০২৫ চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে খাগড়াছড়ি দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা একথা বলেন।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এসময় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বিভাগীয় পর্যায়ে খাগড়াছড়ি জেলার বিজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা ও ফুলের শুভেচ্ছা জানান।

এসময় অন্যদের মধ্যে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব কংকন চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদ এর মুখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (উপদেষ্টার সহকারী একান্ত সচিব) শুভাশিস চাকমা ও খাগড়াছড়ি জেলা পরিষদের  সদস্যরা উপস্থিত ছিলেন।

টিএইচ