বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

‘পাহাড় কাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে’

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

‘পাহাড় কাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে’

কসবায় মঙ্গলবার (৫ নভেম্বর) আইনশৃঙ্খলা বিষয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নবাগত ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. দিদারুল আলম।

কসবা উপজেলা নির্বাহী অফিসার মো. শাহরিয়ার মুক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম সারওয়ার, উপজেলা কৃষি অফিসার হাজেরা বেগম, কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহিরুল হক কবির ও উপজেলা প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ।

বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তারেক মাহমুদ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. ইকবাল হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আলী আশরাফ, আড়াইবাড়ি সাঈদীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মো. আমিনুল ইসলাম, কসবা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ তসলিম মিয়া, কসবা পৌর বিএনপির আহ্বায়ক মো. শরিফুল ইসলাম ভূঁইয়া, উপজেলা যুবদল আহ্বায়ক মাসুদুল হক দিপু, উপজেলা জামায়াতের আমির মো. ফরিদ উদ্দিন, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা তুহিন কান্তি দাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক ফারজানা রুবা, কসবা প্রেস ক্লাব সহসভাপতি নেপাল চন্দ্র সাহা, বীর মুক্তিযোদ্ধা সুবেদার (অবসরপ্রাপ্ত) শামছুল আলম, প্রধান শিক্ষক এসএম আরফানুল ইসলাম, প্রধান শিক্ষক মো. আমির হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের সমপ্রতি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারের কাছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা এবং অপর একজনকে একটি সেলাই মেশিন প্রদান করা হয়। 

প্রধান অতীতের বক্তব্যে জেলা প্রশাসক দিদারুল আলম যারা রাতের আঁধারে পাহাড় কাটেন তাহাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি মাদক চোরাচালান রোধে সর্বোচ্চ ব্যবস্থার নেয়ার জন্য পুলিশ বাহিনীকে আহ্বান জানান। তাছাড়া তিনি জেলা পরিষদের সাথে আলোচনা পরে কসবা প্রেস ক্লাবের বাউন্ডারি নির্মাণের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

টিএইচ