বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
The Daily Post

‘পাহাড়ে জনস্বার্থে কাজ করছে সেনাবাহিনী’

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি

‘পাহাড়ে জনস্বার্থে কাজ করছে সেনাবাহিনী’

“পার্বত্যাঞ্চলে বসবাসরত সমপ্রদায়ের মধ্যে সমপ্রীতি রক্ষায় কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। দুর্গম এলাকার মানুষের জন্য চিকিৎসা সেবা ও পানীয় জলের ব্যবস্থা করাসহ যে কোনো বিপদে ও সংকটে সবসময় সেনাবাহিনী কাজ করেছে। 

আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পাহাড়ে জনস্বার্থে কাজ করাই আমাদের লক্ষ্য। পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে বৃহস্পতিবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় একথা বলেন লংগদু সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল হিমেল মিয়া।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান, থানার ওসি মোহাম্মদ ইকবাল উদ্দিন, ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. সেলিম, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন প্রমুখ।

সভায় লংগদুর সাথে নানিয়ারচর উপজেলার সড়ক পথ কার্যক্রম চালু করা, বিভিন্ন ইউনিয়নে ভূমি সংক্রান্ত জটিলতা অবসান ঘটানো, মাদক ও যানবাহন চলাচলে সড়ক আইন মেনে চলা এবং সমপ্রীতি বজায় রেখে চলমান কার্যক্রম সম্পন্ন করাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন উপস্থিত বক্তারা।

এ সময় আরো উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা পরিষদ সদস্য আসমা বেগম, লংগদু জোনের উপ-অধিনায়ক মেজর রিফাতুজ্জাকের, আনসার ব্যাটালিয়ন অধিনায়ক শাহাদাৎ হোসেন, জোন আরএমও ক্যাপ্টেন যোবায়ের, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোশাররফ হোসেন, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স লিডার মো. সেলিম প্রমুখ।

টিএইচ