রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

পিতা-পুত্রসহ সড়কে ঝরল ছয় প্রাণ

নিজস্ব প্রতিবেদক

পিতা-পুত্রসহ সড়কে ঝরল ছয় প্রাণ

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ফরিদপুরে বাবা-ছেলে, মেহেরপুরে কলেজ ছাত্রসহ দুজন, সিরাজগঞ্জের সলঙ্গায় এক পথচারী ও ঝিনাইদহের হরিণাকুন্ডুতে এক কলেজ শিক্ষক নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

ফরিদপুর : ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কের মাঝকান্দিতে অজ্ঞাত একটি গাড়ি চাপায় বাবার মৃত্যুর পরেও ছেলেরও মৃত্যু হয়েছে। গত রোববার দিবাগত রাতে মারা যান তিনি। এর আগে রাত সাড়ে ৮ টার দিকে মাঝকান্দির মাজেদা জুটমিলের সামনে এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন তার বাবা। নিহত ব্যক্তিরা হলেন, শংকর মালো ও ছেলে অন্তর মালো। তাদের বাড়ি সদর উপজেলার ভাটি কানাইপুর গ্রামে। নিহত শংকর ওই গ্রামের মলিন মালোর ছেলে। করিমপুর হাইওয়ে থানার ওসি মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন শংকর মালো। আর তার ছেলে অন্তর মালোকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পর রাতে সেও মারা যায়। একটি মোটরসাইকেলযোগে তারা মাগুরার দিকে যাচ্ছিলেন। তবে কিভাবে কিসের সঙ্গে এ দুর্ঘটনা ঘটে তা এখনো জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে কোতোয়ালি থানার ওসি হাসানুজ্জামান বলেন, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা রুজুর প্রক্রিয়া চলছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে জানা যাবে।

মেহেরপুর: মেহেরপুরে সিমেন্ট বোঝায় ট্রাকের ধাক্কায় দুই সাইকেল আরোহি নিহত। সোমবার (০১ এপ্রিল) মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের চাদবিল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইকেল আরোহী একজনের নাম হাসান আলী ও অপরজনের নাম পরিচয় এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। নিহত হাসান আলি মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামের লিটন আলীর ছেলে ও মেহেরপুর সরকারি কলেজের অনার্স চুতুর্থ বর্ষের ছাত্র। স্থানীয়রা জানান, ফ্রেস সিমেন্ট কম্পানির একটি ট্রাক মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের চাদবিল নামক স্থানে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে গাছের সঙ্গে ধাক্কা মারে ও পরে ২ আরোহীকে চাকায় পিষ্ট করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পথচারীরা ধাওয়া করে স্থানীয় একটি তেল পাম্পের সামনে থেকে ট্রাকসহ চালক বাবুল হোসেনকে আটক করে। স্থানীয়রা আরও বলেন বাবুল হোসেন মুলত ট্রাকের হেল্পার ও মাগুরা জেলার শালিকা উপজেলার রাইজদাপুর গ্রামের কাসেম আলীর ছেলে। সহকারী পুলিশ কমিশনার (সার্কেল) আব্দুল করিম বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতদের উদ্ধার করে মর্গে আনা হয়েছে। ট্রাক ও ট্রাকচালক বাবুল হোসেনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে সড়ক আইনে মামলা প্রক্রিয়াধীন।

সলঙ্গা (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জে সলঙ্গায় রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় ফরিদুল ইসলাম (৪৮) নামে একজন নিহত হয়েছে। সোমবার (০১ এপ্রিল) ঢাকা-রাজশাহী মহাসড়কের সলঙ্গা থানার হাটিকমুরুল পুরাতন মৎস্য আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরিদুল ইসলাম সলঙ্গা থানার সুজাপুর গ্রামের মৃত নুরাল সরকারের ছেলে। হাটিকুমরুলল হাইওয়ে থানার ওসি এম.এ.ওয়াদুদ জানান, ফরিদুল ইসলাম রাস্তা পারাপারের সময় অজ্ঞাত ট্রাক পিছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ফরিদুল ইসলাম মারা যায়। সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ঝিনাইদহ : ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ইটভাটার ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে রেজাউল করিম নামের এক কলেজশিক্ষক নিহত হয়েছে। সোমবার (০১ এপ্রিল) উপজেলার কলাফোলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজাউল করিম হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের যাদবপুর গ্রামের মৃত গণি মোল্লার ছেলে। তিনি সদর উপজেলার মল্লিক শহিদুল ইসলাম কারিগরি কলেজের শিক্ষক ছিলেন। স্থানীয়রা জানায়, সকালে উপজেলার যাদবপুর গ্রাম থেকে কলেজশিক্ষক রেজাউল করিম মোটরসাইকেলে সদর উপজেলার নগর বাথান যাচ্ছিলো। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা খান ইটভাটার ইটবোঝায় একটি ট্রাক্টর চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হরিণাকুন্ডু থানার ওসি জিয়াউর রহমান জানান, দুর্ঘটনার ব্যাপারে হরিণাকুণ্ডু থানায় সড়ক আইনে মামলা হয়েছে। এ ঘটনায় গাড়িটি আটক করলেও চালক পলাতক রয়েছে।

টিএইচ