বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১
The Daily Post

পিতার বিরুদ্ধে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

পিতার বিরুদ্ধে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ১৬ মাসের শিশু পুত্র সন্তান আব্দুল্লাহকে গলাটিপ হত্যার অভিযোগ উঠেছে পিতার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত পিতা আবু নাইমকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

শনিবার (২২ ফেব্রুয়ারি) মুরাদনগর উপজেলা সদরের উত্তর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘাতক পিতা আবু নাইম উপজেলা সদর উত্তর পাড়া এলাকার মৃত খালেক মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শিশু সন্তান আব্দুল্লাহ জন্মের শুরু থেকে আবু নাইম তার সন্তান হিসেবে অস্বীকার করে আসছিলো। পূর্বেও শিশুটিকে একবার গলা টিপে হত্যার চেষ্টা করেছিলো সে।

এ নিয়ে সৃষ্ট পারিবারিক কলহ মেটাতে কয়েকবার সামাজিকভাবে চেষ্টাও করা হয়েছে। নিহত আবদুল্লাহর মা শাহিদা আক্তার অভিযোগ করে বলেন, আমার স্বামীই আমার সন্তানকে হত্যা করেছে। আমি তার ফাঁসি চাই।

তিনি আরও বলেন, শনিবার (২২ ফেব্রুয়ারি) থেকে আমার ছেলে আব্দুল্লার জ্বর অনুভব হচ্ছিলো। সকালে আমার স্বামীকে বলি তাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। তখন সে বলে তুমি বাড়িতে থাকা আমি নিয়ে যাচ্ছি। বলে আব্দুল্লাহকে একা নিয়ে চলে যায়। পড়ে মোবাইল ফোন বন্ধ করে ফেলে। তার সঙ্গে আর আমি যোগাযোগ করতে পারিনা।

পরে আমার ছেলে মৃত অবস্থায় নিয়ে আসে এবং বাড়িতে ফেলে চলে যায়। এ সময় আমি চিৎকার করলে স্থানীয়রা তাকে আটক করে। এ বিষয়ে মুরাদনগর থানার ওসি জাহিদু রহমান বলেন, সন্তান হত্যার অভিযোগে পিতা আবু নাইমকে আটক করা হয়েছে। শিশুটির সুরতহাল শেষে মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ প্রেরন করা হয়েছে।

টিএইচ