পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে প্রাথমিক শিক্ষক সমিতি পিরোজপুর জেলা শাখা জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন নির্ধারণের জন্য চাকরিকাল গণনা ও অন্য আর্থিক সুবিধাদির প্যাপ্যতায় ফ্যাসিস্ট সরকারের আমলা কর্তৃক জরীকৃত ১২ আগস্ট ২০২০ অর্থ মন্ত্রণালয় কর্তন পত্রটি প্রত্যাহার এবং সমস্যাগুলো স্থায়ী সমাধানের দাবিতে সোমবার (১৭ মার্চ) পিরোজপুরের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপি প্রদান করার পূর্বে পিরোজপুর সদর উপজেলা আম্বিয়া হাসপাতাল চত্বর থেকে র্যালি শুরু করে এবং জেলা প্রশাসকের কার্যালয় সামনে শেষ করেন, এ সময় উপস্থিত ছিলেন- প্রাথমিক শিক্ষক সমিতি পিরোজপুর জেলা শাখার সভাপতি ও ১২৮নং দক্ষিণ গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম তালুকদার, ৯৩নং উত্তরপূর্ব বানিয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয় নাজিরপুরের প্রধান শিক্ষক মো. জামিল হোসেন, ১৩১নং পাজরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নাজিরপুর এর প্রধান শিক্ষক প্রদীপ কুমার সিকদারসহ জেলার অন্তর্গত সাতটি উপজেলা থেকে আগত প্রাথমিক প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা।
সংক্ষিপ্ত আলোচনায় শিক্ষক সমিতি পিরোজপুরে সভাপতি মো. সেলিম তালুকদার বলেন, আপনারা জানেন ২০১৩ সালে ২৬ হাজার ১৯৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করে বিভিন্ন পরিপত্র ও নীতিমালার আলোকে আমরা বেতন-ভাতা সহ আর্থিক সুবিধা পেয়ে থাকি, কিন্তু ২০২০ সালের ১২ই আগস্ট অর্থ মন্ত্রণালয় থেকে একটি অবৈধ পরিপত্র দেয় এবং বিভিন্ন শিক্ষকরা আর্থিক সংকটের হয়রানির শিকার হন, তারা এনবিআরের সুযোগ সুবিধা পাচ্ছে না বেতন ভাতাদি ঠিকমতো পাচ্ছেনা।
তাদের টাইম স্কেল কর্তন করে নিচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের এই চিঠির পরিপ্রেক্ষিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আমাদেরকে অবহিত করেছে যে গণশিক্ষা মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়কে এই অবৈধ চিঠি বাতিলের জন্য একটি চিঠি দিয়েছে তারপরেও তারা সেই অবৈধ চিঠি বাতিল করেনি, আমরা এই অবৈধ চিঠি প্রত্যাহার চাই। এ ব্যাপারে প্রধান উপদেষ্টার শুদৃষ্টি কামনা করছি।
টিএইচ