সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

পিরোজপুরে এ-প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

পিরোজপুর প্রতিনিধি  

পিরোজপুরে এ-প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

পিরোজপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জুন) সিভিল সার্জন অফিস হলরুমে জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসূফ জাকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সেলিম হোসেন। 

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পিরোজপুর প্রেস ক্লাব সভাপতি শফিউল হক মিঠু, জেলা তথ্য বিভাগের উপ-পরিচালক লেলিন বালা, সদর থানার ওসি আবির মোহাম্মদ হোসেনসহ জেলা ও বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা। 

সভায় জানানো হয় অপুষ্টিজনিত অন্ধত্ব দূর করতে এবং শিশু মৃত্যু প্রতিরোধে শিশুকে ভিটামিন এ-প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ১৮ জুন এবারে ৬-১১ মাস বয়সী শিশুদের নীল রঙ্গের ক্যাপসুল যা স্বাভাবিক ১৪ হাজার ৬৩৫ ও প্রতিবন্ধি ১৭ জন। এবং ১২-৫৯ মাস বয়সী পর্যন্ত লাল রঙ্গের ক্যাপসুল যা স্বাভাবিক ১ লাখ ১৩ হাজার ২৯৮ ও প্রতিবন্ধি ১১০ জনকে খাওয়ানো হবে। 

এতে মোট কর্মীর সংখ্যা ৪ হাজার ৭৪ জন। টিকাদান কেন্দ্রের সংখ্যা মোট ১ হাজার ৩৭৯ টি। এসময় ভিটামিন এ-প্লাস বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

টিএইচ