বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

পিরোজপুরে ট্রাফিক সচেতনতামূলক কর্মসূচি উদ্বোধন

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে ট্রাফিক সচেতনতামূলক কর্মসূচি উদ্বোধন

পিরোজপুরে ট্রাফিক সচেতনতামূলক কর্মসূচি ও স্পিডগান পদ্ধতির উদ্বোধন করা হয়েছে। বুধবার (০৫ জুন) শহরের সিও অফিস বঙ্গবন্ধু চত্ত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম (পিপিএম)। 

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রবিউল ইসলাম, সদর থানার ওসি মো. আশিকুজ্জামান। জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রতন চক্রবর্তী, জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. হান্নান সেখ। 

এসময় পুলিশ সুপার বলেন, সকলকে নিয়ম নেমে গাড়ি চালাতে হবে। অতিরিক্ত গতিতে গাড়ি চালানো যাবে না। অতিরিক্ত গতিতে গাড়ি চালালে স্পিডগানে ধরা পড়লে জরিমানা করা হবে। রাস্তা যত সরু গতি তত কমিয়ে চালাতে হবে। আমরা চাই সকলে নিয়ম মেনে গাড়ি চালাবেন। 

আমাদের স্পিডগান থাকবে আমি চাইনা কেউ নিয়ম ভঙ্গ করে মেশিনে ধরা পড়ুক জরিমানা হোক। স্পিডগান মেশিনে ফাঁকি দেয়ার কোন সুযোগ নেই সব ডাটা জমা থাকবে। আইনকে সন্মান করতে হবে নিয়ম মেনে গাড়ি চালাতে হবে।

টিএইচ