সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

পিরোজপুরে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

পিরোজপুর জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির আয়োজনে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়। ওই কনফারেন্সে সভাপতিত্ব করেন পিরোজপুর জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ। 

এ সময় আরো উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাধবী রায়, জেলা পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম পিপিএম, পুলিশ সুপার পিবিআই, জেলার সিভিল সার্জন, বিভিন্ন উপজেলার দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও বিচারকরা, পিপি ও বিশেষ পিপি এবং এপিপিরা, জেলার সাতটি থানার ওসিরা, মাদকদ্রব্য অধিদপ্তর, দুর্নীতি দমন কমিশনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের অফিসাররা। 

ওই কনফারেন্সে আলোচকরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় উল্লেখ করেন, বিচার প্রার্থীদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার লক্ষ্যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, পুলিশ প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগ একে অপরের পরিপূরক হিসেবে জড়িত রয়েছেন। তাই ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এবং মামলার দ্রুত বিচার ও নিষ্পত্তির লক্ষ্যে  মামলার জট-নিরসনের ক্ষেত্রে বিচারিক কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বয়ে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। 

আলোচকরা আরো বলেন, আদালত একটি মানুষের সর্বশেষ আশ্রয়স্থল সেই সূত্র ধরে মানুষকে প্রকৃত বিচার পাইয়ে দেয়ার ক্ষেত্রে সভায় উপস্থিত সংশ্লিষ্ট সকলেই একটি টিম ওয়ার্ক হিসেবে কাজ করে যাচ্ছেন। 

সেই ধারাবাহিকতায়, সমাজের বিচার প্রার্থী মানুষের মধ্যে ন্যায়বিচার প্রতিষ্ঠা করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের প্রতি সম্মানিত সভাপতি উদাত্ত আহ্বান জানান এবং সেই বিষয়ে উন্মুক্ত ও বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে সভাপতি উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সভার সভাপতি সমাপ্তি ঘোষণা করেন।

টিএইচ