সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

পিরোজপুরে মাদকসহ বাবা-ছেলে গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে মাদকসহ বাবা-ছেলে গ্রেপ্তার

পিরোজপুরে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ বাবা-ছেলে গ্রেপ্তার হয়েছে।  গত সোমবার রাতে পৌর শহরের মধ্যরাস্তা এলাকা থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বাবুল সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার দুজন হলেন- পিরোজপুর পৌরসভার মধ্যরাস্তা এলাকার মো. হাজী আলম শেখের ছেলে সাবেক পুলিশ সদস্য মো. ওবায়দুল কাইয়ুম শেখ এবং কাউয়ুম শেখের ছেলে মো. শফিক সেখ।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক মো. বাবুল সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের মধ্যরাস্তা এলাকায় সেনাবাহিনী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের যৌথ অভিযানে ওই দুই মাদক কারবারিকে ইয়ারা ও গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। 

এসময় তাদের কাছ থেকে ১০ ইয়াবা ১০০ গ্রাম গাঁজা ও নগদ ৫৫ হাজার ৫০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল।

তিনি আরও বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে সম্পৃক্ত ব্যক্তি থাকলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ অভিযানে পিরোজপুর সদর উপজেলার ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার লেফট্যানেন্ট এসকে আদনান মাহমুদসহ সেনা সদস্যদের একটি টিম উপস্থিত ছিলেন।

টিএইচ