সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

পীরগঞ্জে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

পীরগঞ্জে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার

রংপুরের পীরগঞ্জে মমতাজ আলী নামের ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পাশ্ববর্তী মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের একডালা গ্রামের মৃত মিয়াজ উদ্দিনের পুত্র। 

শনিবার (৩১ আগস্ট) পীরগঞ্জের চৈত্রকোল ইউনিয়নের দানিসনগর গ্রামসংলগ্ন ইক্ষুক্ষেত হতে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, প্রতিদিনের ন্যায় গত শুক্রবার মমতাজ আলী বাড়ি হতে অটোভ্যান নিয়ে বাড়ি সংলগ্ন ছড়ান হাটে গিয়ে আর ফিরে আসেন নি। 

শনিবার (৩১ আগস্ট) হাত বাধা, মাথা ও মুখ রক্তাক্ত অবস্থায় রাস্তার ধারে ফেলে রেখে দুর্বৃত্তরা ভ্যান নিয়ে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে লাশ ওই স্থানে ফেলে যাওয়া হয়েছে। 

তবে নিহতের ছেলে ফারুক মিয়া ও মেয়ে খুকিমাই এ হত্যাকাণ্ডকে পরিকল্পিত হত্যা জানিয়ে বলেন, বাবার সঙ্গে দীর্ঘদিন ধরে তার সহোদর ভাইদের সঙ্গে জমিজমা নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। এরই জেরে তাকে খুন করা হয়েছে। এনিয়ে উভয় পক্ষের মামলা পাল্টা মামলাও রয়েছে। 

ফারুক জানায়, চাচারা আমাকেও মারার জন্য ভাড়াটে লোক ঠিক করেছিল। এ বিষয়ে গ্রাম্য শালিসও হয়েছে। ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেন, লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।

টিএইচ