সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

পীরগঞ্জে আবু সাঈদের কবর জিয়ারত করেন রংপুরের বিভাগীয় কমিশনার

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

পীরগঞ্জে আবু সাঈদের কবর জিয়ারত করেন রংপুরের বিভাগীয় কমিশনার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন নবাগত রংপুরের বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসি। 

সোমবার (২৮ অক্টোবর) বিভাগীয় কমিশনার পীরগঞ্জের বাবনপুরে পৌঁছেন এবং শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। কুশল বিনিময়কালে তিনি আবু সাঈদের পিতা মকবুল হোসেনের হাতে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা তুলে দেন। 

এ সময় রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম, সহকারী কমিশনার (ভূমি) ত্বকী ফয়সাল তালুকদার বিভাগীয় কমিশনারের সঙ্গে ছিলেন। 

পরে বিভাগীয় কমিশনার সেখানে গণমাধ্যমের কাছে তার প্রতিক্রিয়ায় বলেন, একটা শোষণ ও দুর্নীতি মুক্ত দেশ গঠনের জন্য আবু সাঈদসহ অনেকে জীবন দিয়েছেন। আমাদের সেটি অব্যাহত রাখতে হবে। তাদের রক্তকে বৃথা যাবে না। শহীদদের স্বপ্ন বাস্তবায়নে আমাদেরকে একসঙ্গে কাজ করতে হবে।

টিএইচ