বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
The Daily Post

পীরগঞ্জে ছাত্রলীগ ও আ.লীগ নেতা গ্রেপ্তার

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

পীরগঞ্জে ছাত্রলীগ ও আ.লীগ নেতা গ্রেপ্তার

রংপুরের পীরগঞ্জ থানা পুলিশ নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের রংপুরের পীরগঞ্জ পৌর শাখার সভাপতি মাহমুদুল হক সাগরকে গ্রেপ্তার করেছে পীরগঞ্জ থানা পুলিশ। গত রোববার দিবাগত রাতে থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার সাগর পীরগঞ্জ পৌরসভাধীন থানা পাড়ার মৃত একরামুল হকের পুত্র। অপরদিকে একই সময়ে ভেন্ডাবাড়ী ইউনিয়ন আ.লীগের ৩নং ওয়ার্ডের সভাপতি মোস্তাফিজুর রহমানকেও গ্রেপ্তার করা হয়েছে।

পীরগঞ্জ থানার ওসি এমএ ফারুক গ্রেপ্তারের বিষয়টি জানিয়ে বলেন, তাদের ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে সোমবার (২১ এপ্রিল) রংপুর জেল হাজতে প্রেরণ করেছে পীরগঞ্জ থানা পুলিশ।

টিএইচ