রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

পুকুর খনন বন্ধে আলোচনা সভায় এমপির হুঁশিয়ারি

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি 

পুকুর খনন বন্ধে আলোচনা সভায় এমপির হুঁশিয়ারি

নাটোর-৪ আসনের এমপি ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী নির্বাচনের আগে শ্রতিশ্রুতি দিয়েছিলেন এলাকার কোনো আবাদি জমিতে পুকুর খনন করতে দেয়া হবে না। কিন্তু নির্বাচনে জয়ী হয়ে নানা নির্দেশনা দেয়ার পরও বন্ধ হচ্ছে না অবৈধভাবে পুকুর খনন ও মাটি কাটার কাজ। 

এমন অবস্থায় ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন বন্ধে সাধারণ জনগণ, জনপ্রতিনিধি, পুলিশ সাংবাদিক, প্রশাসনকে নিয়ে আলোচনা সভা করে করা হুশিয়ারী পর্ণব্যাক্ত করেছেন এমপি ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

সোমবার (২৫ মার্চ) গুরুদাসপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও সালমা আক্তারের সভাপতিত্বে গুরুদাসপুর উপজেলা পরিষদ মিলনায়ত্বনে প্রধান অতিথি থেকে তিনি এ হুশিয়ারী দেন। 

এসময় পুকুর খননের বিরুদ্ধে উন্মুক্ত আলোচানায় আরো বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার লিপি, উপজেলা কৃষি আফিসার হারুনর রশিদ, ওসি মো. উজ্জ্বল হোসেন ইউপি চেয়ারম্যান, স্থানীয় সাংবাদিকরা, সুশিল সমাজ প্রমুখ।

টিএইচ