ঝিনাইদহের কালীগঞ্জে পানিতে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিম (১০) নামের অপর এক শিশুকে জীবিত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতরা হলো উপজেলার বেথুলী গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে ফাতেমা খাতুন (১০) এবং আলাইপুর গ্রামের আব্দুল বারেকের মেয়ে তাসনিম (১১)।
গত বৃহস্পতিবার ফাতেমা খাতুনের মরদেহ পাওয়া যায়। সন্ধ্যায় শিশু তাসনিমের মরদেহ উদ্ধার করে ডুবুরিদল।
নিহত ফাতেমা খাতুন বেথুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণি এবং তাসনিম আলাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। ফাতেমা তার নানাবাড়িতে বেড়াতে এসেছিল।
ঝিনাইদহের কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ দুই মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পারিবারিক, স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, উপজেলার বেথুলী গ্রামে বাড়ির পাশের মোল্লা বাড়ির পুকুরে গোসল করতে যায় শিশু ফাতেমা, তাসনিম ও জিম। একপর্যায়ে তারা সাঁতার কাটতে থাকে। সেসময় তারা পানিতে ডুবে গেলে পাশ দিয়ে যাওয়া একজন পথচারী দেখতে পান।
তিনি সঙ্গে সঙ্গে পরিবার ও ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ঘটনাস্থল থেকে শিশু জিমকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একইসময় পুকুরের একপাশে ফাতেমা খাতুনের মরদেহ উদ্ধার করা হয়। পরে সন্ধ্যায় শিশু তাসনিমের মরদেহ উদ্ধার করে ফায়ার সর্ভিসের ডুবুরিদল।
টিএইচ