বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

পুকুরে মিললো নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ

কটিয়াদি (কিশোরগঞ্জ) প্রতিনিধি

পুকুরে মিললো নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ

কিশোরগঞ্জের কটিয়াদিতে নিখোঁজের একদিন পর পুকুরে মিললো ৪র্থ শ্রেণির শিক্ষার্থী ইমনের মরদেহ। মঙ্গলবার (১৬ জুলাই) উপজেলা পরিষদের পুকুরে কটিয়াদী ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির নিখোঁজ শিক্ষার্থী মো. ইমনের মরদেহ ভেসে উঠে। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মো. ইমন কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের উত্তর চরঝাকালিয়া গ্রামের প্রবাসী নজরুল ইসলামের ছেলে। 

এর আগে গত সোমবার কটিয়াদী পশ্চিমপাড়ায় প্রাইভেট পড়তে যায়। এরপর থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছিলো না। এতথ্য জানিয়েছেন কটিয়াদি উপজেলা ভাইস চেয়ারম্যান বদরুল আলম নাইম।

কটিয়াদি মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, ইমনের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

টিএইচ