বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

‘পুলিশ কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করবে না’

খুলনা প্রতিনিধি

‘পুলিশ কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করবে না’

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মো. জুলফিকার আলী হায়দার বলেন, পুলিশ কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করবে না।। তারা মানবিক আচরণ করবে। অভদ্র আচরণ করবে না। 

গত বৃহস্পতিবার নগরীর রুপসাঘাট এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে সুধী সমাবেশে মতবিনিময় করার সময় তিনি এ কথা বলেন।

এ সময় মো. জুলফিকার আলী হায়দার বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে আমরা পুলিশের ভাবমূর্তি উত্তরণের চেষ্টা করে যাচ্ছি। সেজন্য আমরা মিলনায়তনে বা সেমিনারে বসে মিটিং না করে আজ আপনাদের সঙ্গে কথা বলার জন্য এবং কথা শোনার জন্য এসেছি। কারণ মিলনায়তন বা সেমিনারে মধ্যে মিটিং করলে সেই মিটিংয়ের বিষয়বস্তু বাইরের কেউ জানতে পারেন না।

কেএমপি কমিশনার বলেন, পুলিশ মানুষের প্রতি কেয়ারিং অ্যাটিটিউড দেখাবে। মানবিক আচরণ করবে। অভদ্র আচরণ করবে না। পুলিশ ঘুষ খাবে না, বেতনের মাধ্যমে সততার সঙ্গে জীবন-যাপন করবে। মানুষের আস্থা অর্জন করতে হবে। পুলিশ তার দায়িত্ব সঠিকভাবে পালন করবে। 

টিএইচ