বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

পুলিশের এসআইয়ের বাড়িতে ডাকাতি

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

পুলিশের এসআইয়ের বাড়িতে ডাকাতি

ঝালকাঠি নলছিটি থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে। গত মঙ্গলবার দিনগত রাতে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের তূর্য্য ফিলিং স্টেশনের পাশে এ ডাকাতির ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, নলছিটি থানার এসআই মিজান ও তার ছোট ভাই ঢাকায় কর্মরত এসআই আল মামুনের বাসা বরিশাল-পটুয়াখালী মহাসড়কে দপদপিয়া তূর্য্য ফিলিং স্টেশনের পাশে। গত মঙ্গলবার তাদের পিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদে ভোলার চরফ্যাশনে চলে যায়। 

বাসায় তাদের দুই ভাইয়ের ছেলে, মেয়ে ও ভাগিনা ছিল। গভীর রাতে ৮ থেকে ৯ জন ডাকাত বারান্দা বেয়ে দ্বিতীয় তলার বেলকনি দিয়ে বাসায় ঢুকে তাদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। ডাকাতরা ঘরের ওয়্যারড্রপ, শোকেসসহ বিভিন্ন মালামাল ও কাপড়-চোপড় তছনছ করে। 

নলছিটি থানা পুলিশের এসআই মিজান বলেন, আমার ও আমার ভাইয়ের বাসা একসাথেই। ডাকতরা আমাদের ছেলে মেয়েকে জিম্মি করে কিছু নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। বাসায় আসলে বলা যাবে কি পরিমাণ ক্ষতি হয়েছে। 

নলছিটি থানার ওসি মুহাম্মদ আতাউর রহমান বলেন, খবর পেয়ে  ঘটনাস্থলে  গিয়েছি। স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নিয়ে গেছে। পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

টিএইচ