রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

পূবাইলে যুবকের আত্মহত্যা

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

পূবাইলে যুবকের আত্মহত্যা

গাজীপুর মহানগরীর পূবাইলে ঋণের চাপে আত্মহত্যা করেছেন মোহাম্মদ কাওছার (২৭) নামের এক যুবক। গত রোববার রাতে পূবাইল থানাধীন বসুগাঁও কলেজ গেট এলাকায় সোলেমান কাজীর ভাড়া বাসায় সন্ধ্যায় নিজ রুমে গলায় গামছা পেঁচিয়ে সে আত্মহত্যা করে।

তিনি তার বাসায় পাটের ঝুরি (হস্তশিল্প) কাজ করতো। কাওছার সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার হরিনাকান্দি সুখাইড় বেহেলী গ্রামের মো. ইসলাম উদ্দিনের ছেলে।

নিহতের স্ত্রী মিতু জানান, আমার স্বামী কিছুদিন পূর্বে পূবাইল কলেজ গেট চায়ের দোকান করে সংসার চালাতো বর্তমানে ২ মাস যাবত বেকার ঋণগ্রস্ত। খাবারের প্রয়োজনে গত রোববার সন্ধ্যায় কাঁচা মালামাল বাজার করে নিয়ে আসেন এবং আমার ছেলে মিহিরের সঙ্গে নিজ ঘরে খেলা করতে থাকেন। পরবর্তীতে নিজ শয়ন কক্ষে রুমের দরজা লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এসময় আমার চিৎকার শুনে স্থানীয় লোকেরা ঘটনাস্থলে এসে পূবাইল থানা পুলিশকে সংবাদ দেয়।

পূবাইল থানার মো. কামরুজ্জামান বলেন, আপাতত লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। অভিযোগ প্রাপ্তিসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

টিএইচ