বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

পূর্বধলায় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

পূর্বধলায় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নেত্রকোনার পূর্বধলায় উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এ  প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন প্রধান অতিথি থেকে শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন ও বিজয়ীদের হাতে পদক বিতরণ করেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আকতার, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মফিজুল হক, পূর্বধলা থানার ওসি (তদন্ত) মাসুম হাওলাদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, সাবেক কমান্ডার নিজাম উদ্দিন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন মালু, উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক মোতাহার হোসেন বকুল প্রমুখ।

প্রতিযোগিতায় উপজেলার ১১টি ইউনিয়নের বাছাইকৃত শিক্ষার্থীরা ৫০ মিটার দৌড়, দীর্ঘ লাফ, বিস্কুট দৌড়, টেনিস বল নিক্ষেপ, উচ্চ লাফ, ক্রিকেট বল নিক্ষেপ, ভারসাম্য দৌড়, অংক দৌড়সহ বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে।

টিএইচ