শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

পূর্বধলায় বিএনপির ১৩ নেতা-কর্মী আটক

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি 

পূর্বধলায় বিএনপির ১৩ নেতা-কর্মী আটক

নেত্রকোনার পূর্বধলায় উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ১৩ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।  গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার পূর্বধলা বাজারে এক বিএনপি নেতার কার্যালয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন, পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সাইদুর রহমান তালুকদার (৬৬), উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আলম তালুকদার (৫২), উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল আজিজ (৬০), উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আ. গফুর (৬৫), নেত্রকোনা জেলা বিএনপির সদস্য আব্দুর রহিম (৭০), উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক হলুদ (৫২), যুগ্ম আহ্বায়ক আবুল হাসনাত (৫৩), শাকিল হায়াত খান বাদশা (৪৪), উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলেমান কবীর পাপ্পু (২৫), উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মো. জহিরুল ইসলাম (৩৪),  মো. রফিকুল ইসলাম (৩৫), সেলিম (২৮) ও এনায়েত হোসেন (২৩)।

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, কেন্দ্রীয় বিএনপির পূর্ব ঘোষিত গতকাল অবস্থান কর্মসূচি উপলক্ষে শুক্রবার (৭এপ্রিল) দিবাগত রাতে পূর্বধলা বাজারস্থ বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক  ইশতিয়াক আহমেদ বাবুর ব্যক্তিগত অফিসে ওই নেতাকর্মীরা দেশ বিরোধী ষড়ষন্ত্র বিশেষ করে সরকার পতনের উদ্দেশ্যে আত্মঘাতি কার্যের মাধ্যমে বিভিন্ন সরকারি স্থাপনা ধ্বংস ও নাশকতা সৃষ্টি লক্ষ্যে গোপন বৈঠক করছিল। 

এ সময় অভিযান চালিয়ে বিস্ফোরক দ্রব্য ০৬টি ককটেল, বেশ কিছু লোহার পাইপ ও লাঠি-সোটাসহ তাদেরকে আটক করা হয়।  এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে পূর্বধলা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলার পর শনিবার (৮ এপ্রিল) আসামিদের আদালতে প্রেরণ করেছে।

টিএইচ