সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

পূর্বধলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

পূর্বধলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নেত্রকোনার পূর্বধলায় চাঞ্চল্যকর নূর মোহাম্মদ (৩০) হত্যাকাণ্ডের মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মজিবর রহমানকে (৬৫) গ্রেপ্তার করেছে র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ। 

দীর্ঘ ২০ বছর পর গত রোববার রাতে টাংগাইল জেলার ধনবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তার মজিবর রহমান পূর্বধলা উপজেলার হিরিভিটা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।  

র্যাবের সিনিয়র সহকারী পরিচালক এবং অপারেশন ও মিডিয়া অফিসার মো. আনোয়ার হোসেন জানান, গত ১৯৯৮ সালে স্থানীয় জীবন বীমা কোম্পানিতে কর্মরত উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের দশাশী গ্রামের মৃত আনছর উদ্দিনের ছেলে নূর মোহাম্মদকে নগদ অর্থের লোভে আসামি মজিবর রহমান হত্যা করে পার্শ্ববর্তী বারহাট্টা থানার দেউলি গ্রামের মাটির নিচে লাশ পুতে রাখে। 

পরে নূর মোহাম্মদের ছোট ভাই মো. নূর-ইসলাম বাদী হয়ে পূর্বধলা থানায় একটি হত্যামামলা করেন।  মামলা নং- ০৯ (৩)। দীর্ঘ চার মাস পর মামলা তদন্ত চলাকালীন সময়ে আসামি মজিবুর রহমানকে পুলিশ গ্রেপ্তারের পর আসামির দেয়া তথ্য মতে পার্শবর্তী থানা এলাকা হতে পুতে রাখা লাশের কংঙ্কাল উদ্ধার করে পুলিশ। 

পরবর্তীতে আদালত বাদীর অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণীত হওয়ায় আদালত আসামি মুজিবর রহমানকে মৃত্যুদণ্ড প্রদান করেন। সোমবার (২৪ জুলাই) গ্রেপ্তার মজিবর রহমানকে আদালতে প্রেরণের জন্য পূর্বধলা থানায় হস্তান্তর করা হয়েছে।

টিএইচ