শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

পূর্বধলায় শিশুশিক্ষার্থীকে যৌন নির্যাতনে শিক্ষক গ্রেপ্তার

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

পূর্বধলায় শিশুশিক্ষার্থীকে যৌন নির্যাতনে শিক্ষক গ্রেপ্তার

নেত্রকোনার পূর্বধলায় তিন শিশুশিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে আবুল কালাম আজাদ (৪৫) নামে এক স্কুল পরিচালককে গ্রেপ্তার করেছে র্যাব-১৪ ময়মনসিংহ।
গত শনিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার (১১ জুন) দুপুরে র্যাব-১৪ ময়মনসিংহের অপারেশন ও মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার আবুল কালাম আজাদ উপজেলার হাপানিয়া গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে এবং স্থানীয় ফাজিলপুর বাজারে অবস্থিত রাবিয়া মাহমুদ মডেল স্কুলের পরিচালক।

র্যাব জানায়, রাবিয়া মাহমুদ মডেল স্কুলের পরিচালক আবুল কালাম আজাদ তার স্কুলের ২য়, ৩য় ও ৫ম শ্রেণির তিন শিশুশিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতন ও ধর্ষণের চেষ্টা করছিলেন। এরই মধ্যে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী পরিচালক কালামের সঙ্গে আত্মীয়তার সুবাদে তার বাসায় থাকত।

 রাতে বিভিন্ন সময় যৌন নির্যাতনের চেষ্টা করতেন পরিচালক কালাম। স্কুল চলাকালীন সকালে ও বিকালে স্কুল ছুটির পর কৌশলে ডেকে নিয়ে স্কুলের বাথরুমে এবং তার কক্ষে যৌন নির্যাতন করতেন পরিচালক কালাম। এতে করে ওই শিক্ষার্থীরা স্কুলে যেতে চাইত না। স্কুলে যাওয়ার কথা বললে কান্নাকাটি শুরু করে। উল্লেখ্য, ভিকটিমের বাবা মারা যাওয়ায় সে তার নানার বাসায় থেকে লেখাপড়া করত।

এরই পরিপ্রেক্ষিতে ভিকটিমের নানা মো. আব্দুল বারেক (৫৪) বাদী হয়ে পূর্বধলা থানায় আসামি আবুল কালাম আজাদের বিরুদ্ধে একটি ধর্ষণ চেষ্টা মামলা করেন। কালাম কর্তৃক আরও দুই স্কুলশিক্ষার্থী যৌন হেনস্তার শিকার হয়েছে বলেও জানা যায়।

গ্রেপ্তার আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে বর্ণিত ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেন। তাকে পূর্বধলা থানায় হস্তান্তর করা হয়েছে।

টিএইচ