রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

পূর্বধলায় স্কুলছাত্র হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

পূর্বধলায় স্কুলছাত্র হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন

নেত্রকোনার পূর্বধলায় ছাত্রলীগ নেতার ঘুষিতে রেজাউল ইসলাম ওরফে টিটু (১৭) নামের স্কুলছাত্র নিহতের ঘটনায় দায়ীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী। 

মঙ্গলবার (১২ ডিসেম্বর) উপজেলা পরিষদের সামনের সড়কে এ মানববন্ধন বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ দিকে হত্যাকাণ্ডে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুমন তালুকদার জড়িত থাকার অভিযোগে তাৎক্ষণিক তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করেছে উপজেলা ছাত্রলীগ। মঙ্গলবার (১২ ডিসেম্বর) উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলায়মান হোসেন হাসিব স্থানীয় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গত সোমবার উপজেলার আগিয়া ইউনিয়নের বুধি নামক স্থানে রাস্তায় ভেকু দিয়ে মাটি কাটানোকে কেন্দ্র করে বুধী পশ্চিমপাড়া গ্রামের আইয়ুব আলী তালুকদারের ছেলে ও  উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি  রুমন তালুকদারের ঘুষিতে নিহত হয় উপজেলার বুধি পশ্চিমপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ও স্থানীয় মজিবর রহমান টেকনিক্যাল স্কুলের দশম শ্রেণির ছাত্র রেজাউল ইসলাম টিটু।

পূর্বধলা থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের মা আয়েশা বেগম বাদী হয়ে রুমন তালুকদারসহ ৯জনকে আসামি করে পূর্বধলা থানায় একটি হত্যামামলা করেছে। ইতোমধ্যে আশরাফুল (১৭) ও মুঞ্জুরুল (৫০) নামের দুই জনকে আটক করা হয়েছে।

টিএইচ