মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

পূর্বাচলের লেক থেকে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

পূর্বাচলের লেক থেকে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ পূর্বাচল উপশহরের ২নম্বর সেক্টরের লেক থেকে অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) পূর্বাচলের কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের বউরারটেক এলাকার ৪ নম্বর সেতুর অদূরের লেক  থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। 

এসময় মরদেহের পাশ থেকে মোটরসাইকেলের একটি  হেলমেট ও একটি ছোট ব্যাগ উদ্ধার করা হয়। সকালে লেকের পানিতে এক নারীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। 

পুলিশ ঘটনাস্থল থেকে মরেদহটি উদ্ধার করে প্রাথমিক সুরতাল সম্পন্ন করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। তবে তাৎক্ষণিকভাবে মরদেহের পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় সনাক্তের জন্য চেষ্টা চলছে। 

নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল)  মেহেদী ইসলাম বলেন, উদ্ধার হওয়া মরদেহের গলায় আঘাতের চিহ্ন রয়েছে।  মরদেহের পাশ থেকে একটি হেলমেট ও একটি ছোট ব্যাগ উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তরা রাতের যেকোন সময় অন্যত্র হত্যা করে লেকের পানিতে ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

তাছাড়া ময়নাতদন্তের প্রতিবেদন আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে । এ ঘটনায় রূপগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

টিএইচ