শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

পেকুয়ায় আবু ছৈয়দ হত্যাকাণ্ড মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান কারাগারে

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

পেকুয়ায় আবু ছৈয়দ হত্যাকাণ্ড মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান কারাগারে

কক্সবাজারের পেকুয়ার চাঞ্চল্যকর আবু ছৈয়দ হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার হয়েছেন মগনামা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম। গত বৃহস্পতিবার দিবাগত রাতে পেকুয়া থেকে মগনামা যাওয়ার পথে থানা পুলিশ ও র্যাবের যৌথ একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গত ১৯ নভেম্বর মামলার বাদী ছৈয়দ মো. ইমন আবু ছৈয়দ হত্যাকাণ্ডে সাবেক চেয়ারম্যান ওয়াসিমের সম্পৃক্ততা আছে দাবি করে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অধিকতর তদন্তের আবেদন করেন। 

আদালত তা আমলে নিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা পেকুয়া থানার এস আই মো. ইব্রাহিমকে এ ব্যাপারে খতিয়ে দেখার নির্দেশ দেন। পুলিশ মামলার সাক্ষী, প্রত্যক্ষদর্শী ও যাবতীয় সকল ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করে এ হত্যাকাণ্ডে চেয়ারম্যান ওয়াসিমের সম্পৃক্ততার ব্যাপারে নিশ্চিত হয়। 

তাই তাকে এ মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করতে পুলিশ গত কয়েকদিন ধরে চেষ্টা করছিল। এর ধারাবাহিকতায় পুলিশ ও র্যাবের একটি চৌকস টিম গত বুধবার রাতে মগনামায় তার নিজ বাড়িতে ফেরার খবর পায়। সে খবরের ভিত্তিতে গত বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পেকুয়া থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ বলেন, পুলিশ আবু ছৈয়দ হত্যাকাণ্ডে চেয়ারম্যান ওয়াসিমের সম্পৃক্ততার ব্যাপারে নিশ্চিত হয়েই তাকে গ্রেপ্তার করেছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১০ অক্টোবর মগনামার আফজালিয়া পাড়ায় ঘরে ঢুকে আবু ছৈয়দকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় ২৪ জনকে আসামি করে পেকুয়া থানায় হত্যামামলা করেন নিহতের ছেলে ছৈয়দ মো. ইমন। 

টিএইচ