বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

পেনশনারদের লাইফ ভেরিফিকেশন সম্পর্কে অবহিতকরণ সভা

মৌলভীবাজার প্রতিনিধি

পেনশনারদের লাইফ ভেরিফিকেশন সম্পর্কে অবহিতকরণ সভা

বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয় এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৪ এবং তিনদিন ব্যাপী বিশেষ সেবা কার্যক্রম উপলক্ষ্যে পেনশনারগণের লাইফ ভেরিফিকেশন সম্পর্কে অবহিতকরণ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার (১৪ মে) সকালে ড্রিস্ট্রিক্ট একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সঞ্জয় কান্তি দেব এর সঞ্চালনায় ও ডিস্ট্রিক্ট একাউন্টস্ অ্যান্ড ফিন্যান্স অফিসার আব্দুল মুমিত চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগ ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস্ মো. হাসান হাফিজুর রহমান ভূঞা। 

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সরওয়ার আলম, বাংলাদেশ অবসরপ্রাপ্ত কল্যাণ সমিতি জেলা শাখার সভাপতি মো. আজিজ উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত। 

বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত মৌলভীবাজার সরকারের সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফুয়েজ উল্লাহ। এ সময় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

টিএইচ