শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

পোগলদিঘা ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

পোগলদিঘা ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা

জামালপুরের সরিষাবাড়ীতে ২নং পোগলদিঘা ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার (৭ মে) সকালে ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত বাজেট সভায় ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক এ বাজেট ঘোষণা করেন। 

এ সময় পোগলদিঘা ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক বাজেট হিসেবে রাজস্ব আয় ৬০ লাখ ৭১ হাজার ৯৩৭ টাকা, রাজস্ব ব্যয় ৪৫ লাখ ৫৯ হাজার ২২৩ টাকা। রাজস্ব উদ্বৃত্ত ১৫ লাখ ১২ হাজার ৭১৪ টাকা। 

এ ছাড়া উন্নয়ন আয় হিসেবে চার কোটি ৫১ লাখ ৫৭ হাজার ৬৪৫ টাকা, উন্নয়ন ব্যয় হিসেবে ২ কোটি ৬১ লাখ ১৩ হাজার ২৪৪ টাকা, উন্নয়ন উদ্বৃত্ত এক কোটি ৯০ লাখ ৪৪ হাজার ৪০১ বাজেট ঘোষণা করেন। 

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, পোগলদিঘা ইউপি সচিব রফিকুল ইসলাম, ইউপি সদস্য আমির হোসেন মন, মোবারক আলী, কহিনুর মিয়া, লাল মিয়া, মহিলা ইউপি সদস্য নূরী বেগম, সাংবাদিক, শিক্ষক, চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক বলেন, পোগলদিঘা ইউনিয়ন পরিষদের সব শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণে উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। এ বাজেট পোগলদিঘা ইউনিয়ন পরিষদকে স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গঠনে ভূমিকা রাখবে।

টিএইচ