নওগাঁর পোরশা সারাইগাছি মোড়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদাউসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন রেস্তোরায় জরিমানা করা হয় ১১ হাজার টাকা।
সোমবার (২৩ ডিসেম্বর) সারাইগাছি মোড়ে বিভিন্ন রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। দেখা যায় তারা অস্বাস্থ্যকর ও অপরিষ্কার জিনিসপত্র ব্যবহার করে খাবার পরিবেশন করেন।
ভ্রাম্যমাণ আদালতের দৃষ্টিগোচর হলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা আদায় করা হয়। আদর্শ হোটেলে তিন হাজার টাকা, ভাই ভাই হোটেলে তিন হাজার টাকা, মায়ের দোয়া হোটেলে ৩ হাজার টাকা, এবং বিসমিল্লাহ হোটেলে দুই হাজার টাকা সর্বমোট ১১ হাজার টাকা আদায় করা হয় এবং প্রত্যেকে ভবিষ্যতে জনস্বার্থে এরূপ কাজ করবেনা প্রতিজ্ঞা করেন আদালতের কাছে। পরে করলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সর্বোচ্চ জেল ও জরিমানা করা হবে তাদের প্রতি নির্দেশনা দেয়া হয়।
টিএইচ