শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১১ মাঘ ১৪৩১
The Daily Post

পোরশায় নাশকতা মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

পোরশায় নাশকতা মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার

পোরশা মশিদপুর ইউপি চেয়ারম্যান ও এক সদস্যকে নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় নওগাঁ সদরে দায়ের করা নাশকতা মামলায় মশিদরপুর ইউপি চেয়ারম্যান হারুন অর রসিদ (৪৫) ও সদস্য ছয়ফুল ইসলামকে শিশা বাজারের ওয়ালটন শোরুম ও আরেকজনকে মুদিখানার দোকানের সামনে থেকে নওগাঁ সদর থানার নির্দেশে আটক করেছে বলে জানান পোরশা থানা ওসি শাহিন রেজা। 

চেয়ারম্যান হারুন অর রশীদ মশিদপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি ও সাইফুল ইসলাম এক নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক।

তারা ৫ আগস্ট পরবর্তী নাশকতা কর্মকাণ্ডে বিস্ফোরকের সঙ্গে জড়িত ছিলেন। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছেন বলে জানান নওগাঁ সদর থানার ওসি। 

তাছাড়া ৩০কেজি চাল বা ১০ কেজি চাল দেয়ার নামে  বিভিন্ন জনের কাছ থেকে পাঁচশ এক হাজার টাকা এবং হাটের দোকান বরাদ্দর নামে দোকানদারের কাছ থেকে চাঁদা আদায় করারও অভিযোগ করেন এলাকাবাসী।

টিএইচ