নওগাঁর পোরশায় ফাঁস দিয়ে আব্দুর রহমান (আকাশ) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার নিতপুর ইউনিয়নের গানইর কবিরাজপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে। জানা গেছে, গত রোববার তারাবির নামাজের পর নিখোঁজ ছিল আব্দুর রহমান।
সোমবার (১৭ মার্চ) গ্রামের পাশের একটি পুকুর পাড়ের আম গাছের ডালে ঝুলতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে পোরশা থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, ছেলেটি বেশ কিছুদিন ধরে মানসিক রোগে ভুগছিল। থানায় ইউডি মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
টিএইচ