শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

পৌরমেয়রের নির্দেশে স্কুল গেটের জলবদ্ধতা নিরসন

বগুড়া প্রতিনিধি

পৌরমেয়রের নির্দেশে স্কুল গেটের জলবদ্ধতা নিরসন

দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে বগুড়ার নন্দীগ্রাম পৌর শহরের দুটি গুরুত্বপূর্ণ স্কুলের গেটে জলবদ্ধতা ছিলো জলবদ্ধতা। নিরসনে স্কুলের ছাত্র-ছাত্রীদের কথা রাখলেন নন্দীগ্রাম পৌরমেয়র আনিছুর রহমান। 

তার নির্দেশে পৌর শহরের দুটি গুরুত্বপূর্ণ স্কুলের গেটে জলবদ্ধতা নিরসনে দোকান ঘর উঠিয়ে দিয়ে ড্রেন পরিষ্কার করার ব্যবস্থা করেন মেয়র। 

শনিবার (১২ আগস্ট) ড্রেন পরিষ্কার পরিদর্শন শেষে মেয়র আনিছুর রহমান বলেন, স্কুলের গেটে জলবদ্ধতা নিরসনে দোকান ঘর উঠিয়ে দিয়ে ড্রেন পরিষ্কার করার দাবি করেছিলেন নন্দীগ্রাম শহরের সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সরকারি মডেল পাইলট হাইস্কুলের ছাত্র-ছাত্রীরা। 

গত মঙ্গলবার দেশব্যাপী বয়ে চলা বৃষ্টিতে স্কুলের গেটে জলাবদ্ধতা হলে পরিদর্শনে গেলে স্কুলের ছাত্র-ছাত্রীরা আমার কাছে দাবি করেছিলো জলাবদ্ধতা নিরসনে দোকান ঘর উঠিয়ে দিয়ে ড্রেন পরিষ্কার করা। তাদের চাওয়ার সঙ্গে আমি একমত পোষণ করে কথা দিয়েছিলাম অল্প সময়ের মধ্যে ড্রেন পরিষ্কার হবে। 

তাৎক্ষণিক সমাধানের জন্য পৌরসভার পক্ষ থেকে দোকানের মালিককে নোটিশ দেয়া হয়েছিলো, পরে দোকান উঠিয়ে নিয়ে গেলে শনিবার (১২ আগস্ট) ড্রেন পরিষ্কার করা হচ্ছে। পৌর এলাকার জলাবদ্ধতা নিরসনে আমরা সবসময় কাজ করছি। 

পৌর এলাকার উপ শাখার মধ্যে ১ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে বড় পাকা ড্রেন নির্মাণ কাজ অতিদ্রুত শুরু করা হবে। এ সংযোগগুলো সম্পন্ন হলে জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে বলে আশা করা যায়।

টিএইচ