বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১
The Daily Post

প্রকৌশলীদের ওপর হামলার প্রতিবাদে ডামুড্যায় মানববন্ধন

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি 

প্রকৌশলীদের ওপর হামলার প্রতিবাদে ডামুড্যায় মানববন্ধন

বিভিন্ন উপজেলা প্রকৌশলীদের ওপর হামলা ও হুমকির প্রতিবাদে শরীয়তপুরের ডামুড্যায় মানববন্ধন ও কর্মবিরতি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ডামুড্যা উপজেলা পরিষদের সামনে উপজেলা এলজিইডির আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এসময় লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা প্রকৌশলী আবু নাঈম নাবিল। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা কার্য সহকারী মো. শামসুল আলম, সার্ভেয়ার মো. রায়হান, কার্য সহকারী মো. আবুল হাসান ভূইয়া, মো. ওয়াসিম, হিসাব সহকারী, তন্ময় চন্দ্র গোপ, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, মো. সুলাইমান প্রমুখ।

উল্লেখ্য যে, সমপ্রতি কুষ্টিয়ার মিরপুর উপজেলার উপজেলা প্রকৌশলী জহীর মেহেদী হাসানের অফিস কক্ষে তার ওপর সন্ত্রাসী হামলা, ভাঙচুর এবং তাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে এবং সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার প্রকৌশলীসহ তার সহকর্মীদের অফিস কক্ষে তালাবদ্ধ করে হয়রানি ও ভয়ভীতি দেখানোর প্রতিবাদে এবং সর্বোপরি বিভিন্ন সময় উপজেলা প্রকৌশলীসহ তাদের অধস্তন সহকর্মীদের ওপর বার বার সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং উপজেলা প্রকৌশলীগণের জীবনের নিরাপত্তা প্রদান এবং কর্মক্ষেত্রে সব স্তরের কর্মচারীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতেে মানববন্ধন এবং অর্ধদিবস কর্মবিরতি পালন করা হয়েছে। এসময় উপজেলা প্রকৌশলী আবু নাঈম নাবিল লিখত বক্তব্যে বর্তমান সরকারের কাছে ৭ দফা দাবি  পেশ করেন।

টিএইচ